অসুস্থ নাতিকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল দাদার
অসুস্থ নাতিকে হাসপাতালে দেখতে সিএনজিযোগে হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দাদা মারা গেছেন।। দাদা আজহার মোল্লা (৭০) সিএনজিযোগে হাসপাতালে যাওয়ার পথে সিএনজির সঙ্গে বুলডৈুজারের ধাক্কায় প্রাণ হারান।
শুক্রবার সকালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গোয়ালবাগ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আজহার মোল্লা হরিরামপুর উপজেলার গোপীনাথপুর মধ্যেপাড়া গ্রামের মৃত চুন্নু মোল্লার ছেলে। হরিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্য এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে একটি সিএনজি মানিকগঞ্জের দিকে যাওয়ার সময় গোয়ালবাগ মোড়ে নির্মাণাধীন ব্রিজে বুলডুজারের সঙ্গে সিএনজির ধাক্কায় সড়কের ওপর ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই আজহার মোল্লা নামের একজনের মৃত্যু হয়। কিন্তু সিএনজিতে থাকা অন্য যাত্রী এবং চালকের তেমন কোনো কিছু হয়নি।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্য বলেন, শুক্রবার সকালে সিএনজি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। গোয়ালবাগ মোড়ে নির্মাণাধীন ব্রিজে বুলডোজারের সঙ্গে ধাক্কা লেগে সড়কের ওপর ছিঁটকে পড়ে একজন গুরুতর আহত হলে স্থানীয়রা মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এআর)