সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে সাফিন আহমেদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মিজমিজি দোয়েল চত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটেছে।
মৃত শিশু কুমিল্লা জেলার শাহজালালের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা। তিনি জানান, দোয়েল চত্বর মোড়ের টি টাওয়ারের সামনে একটি সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। পরে এলাকাবাসী ফোন করলে আমাদের থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করি। গাড়ি চালক ফারুক এবং গাড়ি আটক করা হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন