রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।
শনিবার সকালে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর সদরঘাট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলাবাজারে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলওয়ার হোসাইন, কামাল হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, মাওলানা আবু সাদিক, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শ্রমিক নেতা আব্দুস সালাম, আব্দুর রহমান, সিরাজুল ইসলাম, কামরুল আহসান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম, ঢাকা মহানগরী পূর্বের সভাপতি তাকরিম হোসাইন, ঢাকা কলেজ সেক্রেটারি মুসআব আব্দুল্লাহসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন থানা আমির-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা না হলে আবারও দেশব্যাপী মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা না হলে, মানুষ ভোট দিতে না পারলে স্বৈরতান্ত্রিক সরকার থেকে মানুষ মুক্তি পাবে না।
নেতারা বলেন, এ সরকার বিরোধী মত সহ্য করতে পারে না। তাই বিরোধী নেতাকর্মীদের একের পর হত্যা করছে। এ থেকে মুক্তি পেতে হলে সব তৌহিদী জনতাকে এক হয়ে রাজপথে নামতে হবে।
(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/জেবি/এফএ)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখলে বিএনপির ধ্বংস অনিবার্য: হানিফ

শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে আ.লীগের কর্মসূচি

অবরোধের সমর্থনে মহাখালীতে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের নেতৃত্বে মিছিল

সৈয়দ ইব্রাহিম রনক বাংলাদেশ এলডিপির সিনিয়র সহ-সভাপতি

অবরোধ সফলে রাজধানীতে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সিইসি একতরফা নির্বাচনের মাধ্যমে একদলীয় শাসন দীর্ঘায়িত করতে চায়: পেশাজীবী গণতান্ত্রিক জোট

দেশকে মিয়ানমারের মতো গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না, সরকারকে নুর

সিইসি নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করছে: সমমনা জোট

বুধ ও বৃহস্পতিবার ফের অবরোধ, ১০ ডিসেম্বর মানববন্ধন বিএনপির
