আমাদের স্বার্থের জন্য শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে: জিল্লুল হাকিম

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৯
অ- অ+

দেশ এবং দেশের মানুষদের শান্তিতে রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

শনিবার বিকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আড়কান্দি রেলওয়ে ফুটবল মাঠে আড়কান্দী মিলন সংঘ আয়োজিত ৮ দলীয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আহ্বান জানান তিনি।

বর্তমান সরকারের আমলে দেশের উন্নয়নের কথা উল্লেখ করে জিল্লুল হাকিম বলেন, 'একসময় আড়কান্দি, বালিয়াকান্দি এলাকায় রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এখন এই এলাকায় সবই হয়েছে। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে।'

তিনি বলেন, 'বিএনপির আমলে ইউরিয়া সারের দাম ছিল ৯২ টাকা কেজি, সেটাও ঘণ্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মানুষ লাইন ধরে দাঁড়িয়েও কিনতে পারত না। যাওবা পেতেন সেটাও প্রয়োজনের তুলনায় অনেক কম। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ৯২ টাকা থেকে সেই সারের দাম ১৬ টাকা কেজিতে নেমে এসেছে।'

আগামী ১০ অক্টোবর স্বপ্নের পদ্মাসেতু দিয়ে ট্রেন যাতায়াত করবে উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, 'আজকে দেশ উন্নতির শিখরে। একসময় চিকিৎসা বা অন্য কোনো প্রয়োজনে এই অঞ্চলের মানুষের ঢাকায় যেতে অনেক বিড়ম্বনা সহ্য করতে হতো। এখন সড়ক পথের অভাবনীয় উন্নয়ন হয়েছে। আর আগামী ১০ অক্টোবর থেকে এই এলাকার মানুষ ট্রেনে করে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকায় যেতে পারবেন। ভাড়া মাত্র ৯৫ টাকা।'

সরকারের এসব উন্নয়ন এক শ্রেণির মানুষ সহ্য করতে পারে না উল্লেখ করে জিল্লুল হাকিম বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই আজ সাধারণ মানুষ ভালো আছে। কিন্তু দেশের ভালো চায় না তাদের কাছে সরকারের এই অবদান ভালো লাগে না। তাদেরকে বিরুদ্ধে সবসময় সজাগ থাকতে হবে।' এ সময় মিলন সংঘের উন্নয়নে পাঁচ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন তিনি।

এদিন বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি উপজেলা যুবলীগের আহবায়ক রাসেল খান রিজু, বহরপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. খলিলুর রহমান, মুরাদ বিশ্বাস স্থানীয় নেতা-কর্মীরসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা