কেপিসির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ

কুষ্টিয়া প্রেস ক্লাবের (কেপিসি) দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ীরা দায়িত্ব গ্রহণ করেছেন।
শনিবার কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামের ক্যাফে সুইম রেস্টুরেন্ট অডিটোরিয়ামে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি।
এ সময় আরও বক্তব্য দেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা প্রশাসক কুষ্টিয়া ও জেলার পুলিশ সুপারসহ বিশিষ্ট ব্যক্তিরা।
এ সময় কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি হাজি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানাসহ নবনির্বাচিত ১১টি টেলিভিশন ও ১২টি জাতীয় দৈনিকের ২৩ সদস্যকে শপথ বাক্য পাঠ করান জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম।
(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন