যশোর শিক্ষা বোর্ডের অডিট অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ

যশোর শিক্ষা বোর্ডের অডিট অফিসার আব্দুল করিমের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, হুমকি ধামকি ও সংশ্লিষ্ট কর্মচারিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। আর এ ঘটনার প্রতিবাদে যশোর শিক্ষাবোর্ড কর্মচারি ইউনিয়নের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বোর্ড চেয়ারম্যানের কাছে করা অভিযোগ থেকে এই তথ্য জানা গেছে।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, অডিট অফিসার আব্দুল করিম বোর্ডের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে প্রভাব খাটিয়ে অধস্তন কর্মকর্তা-কর্মচারিকে নিয়মবহির্ভূত কাজ করাতে বাধ্য করেন। কেউ তা করতে না চাইলে তার সাথে চরম দুর্ব্যবহার করেন। এজন্য প্রতিনিয়ত বিভিন্ন বিভাগের কর্মচারিরা তার অসৌজন্যমূলক আচরণ এবং হুমকি ধামকির শিকার হন।
বোর্ডের অন্যতম শীর্ষ পদে চাকরি করার সুবাদে প্রভাব খাটিয়ে অডিট অফিসার আব্দুল করিম তার স্ত্রীকে প্রধান পরীক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। প্রধান পরীক্ষক হিসেবে তার স্ত্রীর নামে বরাদ্দকৃত খাতা বিতরণের পরও তিনি সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপালনকারি কর্মচারি আব্দুল জলিলকে আরও অতিরিক্ত দুই-তিনশ খাতা দেয়ার জন্য বাধ্য করেন। এমনকি তিনি গত ২৭ সেপ্টেম্বর তার স্ত্রীর অনুকূলে বরাদ্দকৃত খাতা আব্দুল জলিলকে খুলনায় পৌঁছে দেয়ার জন্য বলেন। সর্বশেষ এ বিষয়কে কেন্দ্র করে উচ্চস্বরে আব্দুল জলিলকে গালিগালাজ করেন এবং খাতা ছিড়ে ফেলার কথা বলেন যা উপস্থিত অনেক শিক্ষক প্রত্যক্ষ করেন।
এ ব্যাপারে অডিট অফিসার আব্দুল করিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে তিলকে তাল করা হয়েছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। একজন কর্মকর্তা হিসেবে আমার যতটুকু করার তাই করি। এর অতিরিক্ত কিছুই না।
এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহসান হাবিবের সাথে কথা হলে তিনি বলেন, তার বিষয়ে আনীত অভিযোগের বিষয়ে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকাটাইমস/০১ অক্টোবর/এইচ)
সংবাদটি শেয়ার করুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সারাদেশ এর সর্বশেষ

চুয়াডাঙ্গার দুটি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৭

মাগুরা-১: বছরে সাড়ে ৫ কোটি টাকা আয় দেখিয়েছেন সাকিব

মহেশখালীতে সাবেক মেম্বারকে পিটিয়ে হত্যা

গরু-মহিষ নিয়ে পালানোর সময় ট্রাক উল্টে চোর নিহত

কালিয়াকৈরে খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত

সালথায় বেহাল সড়ক, পথচারীদের চরম ভোগান্তি

পাবনায় প্রশাসনের নীরবতায় চলছে অবৈধ বালু উত্তোলন, পদ্মার গর্ভে বিলীন ফসলি জমি

রাজশাহীর ৬টি আসনে ভোটার ও ভোটকেন্দ্র দুটোই বেড়েছে
