ঘাটাইলে পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৩, ২১:০৮
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইলে পুকুরের পানিতে ডুবে নুর হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নুর হোসেন উপজেলার গারোবাজার এলাকার আব্দুল সামাদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নুর হোসেন ও তার পাঁচ বন্ধু পড়েন ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণিতে। থাকেন শাহপুর এলাকার রাকিব ম্যানশন ছাত্রাবাসে। ছাত্রাবাসের পাশেই পুকুর। সেই পুকুরে দুপুর আড়াইটার দিকে গোসল করতে নামেন তারা। চার বন্ধু সাঁতরে পাড়ে উঠলেও মাঝ পুকুরে ডুবে যায় নুর হোসেন। প্রায় দেড়ঘণ্টা পর পুকুর থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম বলেন, ঘটনাটি তার বাড়ির পাশেই। বিষয়টি জানার পর তিনি পুলিশ এবং ফায়ার সার্ভিসকে অবগত করেন এবং স্থানীয় সাহসী যুবকদের উদ্ধার কাজে অংশ নিতে বলেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে সাঁতার কেটে পুকুরের এপার হতে ওপার যেতে মাঝখানে ডুবে যায় নূর হোসেন। লাশ উদ্ধার করা হয়েছে। আইনীপ্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/০২অেক্টোবর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উচ্চ রক্তচাপ প্রতিরোধে করে প্রাকৃতিক দাওয়াই বাঙ্গি ফল
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
তাপদাহে শরীর ঠান্ডা রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব সবজি
ভারতে বড় পাল্টা হামলা শুরু পাকিস্তানের, তিন বিমান ঘাঁটি ও ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা