ইউএনওর ওপর হামলা: গাজীপুরে ৫ আওয়ামী লীগ নেতা বহিষ্কার

গাজীপুর প্রতিনিধি, প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ১৩:৩৫| আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৩:৫৩
অ- অ+
গত ৩০ সেপ্টেম্বর গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর ওপর হামলার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা, অফিসে ভাঙচুর ও চারজন কর্মকর্তাকে মারধরের ঘটনায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে বহিষ্কার করেছে দলটি।

সোমবার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবু বকর চৌধুরী।

বহিষ্কৃতরা হলেন, মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হেকিম, সদস্য মো. জাকির হোসেন, ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. আকরাম হোসেন, একই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল ফকির এবং ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাইদুল।

তবে ঘটনার মূল হোতা মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন এখনও বহাল তবিয়তে আছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এর আগে গত শনিবার দুপুরে কালিগঞ্জ উপজেলা চত্বরে নিষেধ থাকার পরও গাড়ি পার্কিং করতে যান মোক্তারপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ও তার লোকজন। এসময় নিরাপত্তাকর্মীরা বাধা দিলে শুরু হয় হট্টগোল। উত্তেজনার এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমানকে লাঞ্ছিত করেন তারা। ইউএনও অফিস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। এই ঘটনায় চার সরকারি কর্মকর্তা কর্মচারী আহত হন। পরে মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনকে প্রধান আসামি করে আর ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন আনসার সদস্য আকরাম হোসেন।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/প্রতিনিধি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা