সুফিবাদ হলো জ্ঞান ও সাধনার সমন্বিত পথ: সুফি মিজান

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ১৫:৩১

সুফিবাদ হলো জ্ঞান ও সাধনার সমন্বিত পথ, এ পথ অনুশীলনের মাধ্যমেই মুসলিম উম্মাহ্ বিশ্ব সমাজের সাথে ইন্টিগ্রেট হতে পারবে বলে মন্তব্য করেছেন সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

সম্প্রতি চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বিশ্ব ওলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ৩৫তম উরস শরীফ উপলক্ষে এস জেড এইচ এম ট্রাস্টের ৮দিনব্যাপী কর্মসূচির সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

মাইজভান্ডারী একাডেমির নির্বাহী সদস্য আরেফিন রিয়াদের সঞ্চালনায় সেমিনারে কোরআন তেলাওয়াত করেন মুহাম্মদ জোনায়েদ হাসান, নাতে রাসূল পরিবেশন করেন মুহাম্মদ আরমান উদ্দিন ও মুহাম্মদ রেজাউল মুনির।

সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপ-উপাচার্য প্রফেসর এম. মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন ট্রাস্ট সচিব অধ্যাপক এওয়াই এমডি জাফর।

প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এ এস এম আনওয়ারুল্লাহ্ ভূঁইয়া রচিত সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইজভারী একাডেমির গবেষণা সহকারী মোহাম্মদ সাইদুল ইসলাম।

প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের ইউএনএসডব্লিউ গ্লোবাল লিডিং এডুকেশন প্রফেশনাল প্রফেসর হুমায়ুন মুর্শেদ, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয় আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ নূর হোসাইন, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ কামাল, মাইজভান্ডারী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর।

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দসহ পিপলস্ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মো. সিরাজুল মোস্তফা, ট্রাস্টের মুখ্য সমন্বয়ক অধ্যাপক জহুর উল আলম, প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন। চবির আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ নূর হোসাইন সভা পরিচালনা করেন।

(ঢাকাটাইমস/০৩ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :