দেশের সুনাম নষ্টের চেষ্টা হলে সজাগ থাকুন: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
| আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ২৩:৫৮ | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৩, ২৩:৫০

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, একটি সাম্প্রদায়িক গোষ্ঠী বাঙালির সুনাম নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।

মন্ত্রী মার্কিন ভিসানীতি প্রসঙ্গে বলেন, যারা নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেবে তাদের ভিসা দেব না। বাধা দেয়ার রেকর্ড কাদের আছে? আগুন দেয়ার রেকর্ড কাদের আছে? ২০১৪ সালে কারা ভোটকেন্দ্র পুড়িয়েছে? কারা রেললাইন উঠিয়েছিল? এবার কারা দিনরাত বলছে ভোট হতে দেব না? ভোট হতে দেব না এ বেআইনি কথা আওয়ামী লীগ বলে? আমরা বলি? যে সকল ব্যক্তি এই ধরনের আচরণ করবে, তাদের জন্য ভিসানীতি প্রয়োগ হবে। এটি মার্কিনদের ব্যাপার। ভয়ের ব্যাপার নেই, আনন্দেরও ব্যাপার নেই। এ টা সাধারণ ব্যাপার।

শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সভা শেষে তিনি এসব কথা বলেন।

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন, আমরা বাঙালিরা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে চাই। সংঘাত-সংঘর্ষ সাম্প্রদায়িকতা চাই না। সবাই মিলে মিশে দেশকে এগিয়ে নিতে চাই। সারা বিশ্বে ৩০কোটি বাঙালি রয়েছে। এর মধ্যে বাংলাদেশেই আছে ১৮কোটি বাঙালি। বাকি ১২ কোটি সারা বিশ্বে। বাঙালিদের মানসম্মান, মর্যাদা রক্ষা করার দায়িত্ব বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার।

পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পালের পরিচালনায় এতে বক্তব্য দেন, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, কমিউনিটি নেতা বিজন কুমার দেব, জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ।

(ঢাকাটাইমস/০৭ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

ফরিদপুরে নকল আইসক্রিম তৈরির কারখানায় জরিমানা

ধামরাইয়ে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ

আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও পুষ্টি গ্রহণে পিছিয়ে আছি: কৃষিবিদ শওকত ওসমান

ব্রিজ আছে সংযোগ সড়ক নেই, ভূমি অধিগ্রহণে জটিলতা

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন: কাদের মির্জার বিরুদ্ধে প্রার্থীর লিখিত অভিযোগ

চেক জালিয়াতি মামলায় ইউপি সদস্য জেল হাজতে

নির্বাচিত হয়েও ভোটে অংশ নিতে হচ্ছে সালথার ওয়াহিদুজ্জামানকে

সেতুমন্ত্রীর ভাই শাহাদাত অনুসারীদের বিরুদ্ধে পুলিশের মামলা, পালিয়ে বেড়াচ্ছেন অনেকে

কাপ্তাইয়ে  উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ

শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে খোকনের দায়িত্ব গ্রহণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :