‘শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গবেষণার কোনো বিকল্প নেই’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গ্রন্থ রচনা ও গবেষণা প্রকল্পে সারাদেশের সকল শিক্ষকদের আরো বেশি অংশগ্রহণের আহ্বান জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, ‘শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গবেষণার কোনো বিকল্প নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় মূল বই প্রণয়নের লক্ষে নিজস্ব প্রকল্প গ্রহণ করেছে। গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদেরকে এই দুই প্রকল্পে অনেক বেশি যুক্ত হওয়া অপরিহার্য।’
শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, ‘শিক্ষকদের পেশাগত দক্ষতা ও উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গৃহীত গবেষণা প্রকল্পের মাধ্যমে আমরা বিশ্বমানের গবেষণা কার্যক্রম পরিচালনা করতে চাই। এক্ষেত্রে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। উন্নত ও বিশ্বমানের গবেষণা হলেই আমরা শিক্ষা ক্ষেত্রে ‘সেন্টার অব এক্সিলেন্স’ তৈরি করতে পারব। মূল পাঠ্যবই রচনা যে প্রকল্প গ্রহণ করা হয়েছে সেটির মাধ্যমে মানসম্মত পাঠ্যবই লেখার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে শিক্ষকরা সমৃদ্ধ পাঠ্যক্রম তৈরিতে ভূমিকা রাখতে পারবে। এসব কার্যক্রমে শিক্ষকদের অনেক বেশি করে এগিয়ে আসতে হবে। সবাইকে উদ্ধুদ্ধ করতে হবে তারা যেন এসব কার্যক্রমে স্বত:প্রণোদিত হয়ে অংশগ্রহণ করেন। ভালো মানের বই লেখা এবং গবেষণা কার্যক্রম যদি সুন্দরভাবে পরিচালনা করা যায় তাহলেই পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গোটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) ডেভেলপ করা সহজ হবে। সেকারণেই এখন থেকেই শিক্ষকদের গবেষণা প্রকল্পে এবং বই লেখা প্রকল্পে যুক্ত হতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ তৈরির জন্য স্মার্ট জনশক্তি গড়ে তোলা দরকার। দক্ষ মানবসম্পদ তৈরি করা দরকার।’ শিক্ষকদের এসব কাজে সম্পৃক্ততার মধ্য দিয়ে সেই মানবসম্পদ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য ড. মশিউর রহমান।
আলোচনা সভায় বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক আবু তাহের চৌধুরী, অধ্যক্ষ আ ন ম সরোয়ার আলম, অধ্যক্ষ সমির কান্তি দাস, অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, অধ্যাপক মাহবুবুর রহমান।
যেসব শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয় তারা হলেন- অধ্যক্ষ মেজবাহুল আলম, অধ্যাপক দিদারুল আলম, অধ্যাপক ফয়জুল কবির ও অধ্যাপক আবু তাহের চৌধুরী।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
(ঢাকা টাইমস/০৮অক্টোবর/প্রতিনিধি/এসএ)