বান্দরবানে বৈষম্যহীন নিয়োগের দাবিতে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন

বান্দরবান প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৩, ০০:০০
অ- অ+

বান্দরবান পার্বত্য জেলা পরিষদে সরকারি ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারি নিয়োগে সকল সম্প্রদায়ের জনসংখ্যা অনুপাতে বৈষম্যহীনভাবে নিয়োগ প্রদানের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

রবিবার বান্দরবান বিশ্ববিদ্যালয় ভবনের ৭তম তলায় অবস্থিত জেলা পিসিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

এ সময় তিনি বলেন, গত ৬ অক্টোবর সকালে ৪হাজার পরীক্ষার্থী চাকরির লিখিত পরীক্ষা দেয়ার পর ওইদিনই সবার পরীক্ষার মূল্যায়ন করে তড়িগড়ি করে রেজাল্ট প্রকাশ করা হয় এবং এতে অধিকাংশই পাহাড়িরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। কোন বাঙালিই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

এটি অসম্ভব বলে উল্লেখ করে তিনি আরও বলেন, কোনভাবেই একদিনে ৪ হাজার পরীক্ষার্থীর খাতা মূল্যায়ন করা সম্ভব নয়। পাহাড়ি ৫০ ভাগ ও বাঙালি ৫০ ভাগ চাকরি দেবার বিধান থাকলেও কোটা না মেনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বৈষম্যহীনভাবে শুধুমাত্র পাহাড়িদের নিয়োগ দিতে লিখিত পরীক্ষাতেই বাঙালিদের বাদ দেয়া হচ্ছে। আমরা ন্যায় বিচার চাই, সমতার ভিত্তিতে নিয়োগ চাই, নতুবা সামনে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, সেক্রেটারী নাসির উদ্দিনসহ বান্দরবান জেলা কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৮ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা