নড়াইল ও ব্রাহ্মণবাড়িয়া

আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর জেলা সমাবেশ

নড়াইল ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৩, ২০:২১

নড়াইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অফিস চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর উপ-মহাপরিচালক (খুলনা রেঞ্জ) শাহ আহমদ ফজলে রাব্বী।

বিশেষ অতিথি ছিলেন- সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী সদর দপ্তরের পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) মোহাম্মদ আমিন উদ্দিন, পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার সেনসহ অনেকে।

এছাড়া স্বাগত বক্তব্য দেন-আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস। জেলা সমাবেশ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা এবং ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেল ও ছাতা প্রদান করা হয়।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ।

এ সময় আগামী নির্বাচনে ভোট ডাকাতরা যেন ভোট ডাকাতি না করতে পারে সেজন্য নির্বাচনে সঠিক দায়িত্ব পালনের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জের পরিচালক ও রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন মো. একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন।

(ঢাকাটাইমস/১০ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

খুলনায় ভুয়া সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

গোপালগঞ্জে বিএনপির দুই উপজেলা ও এক পৌরসভার সম্মেলন অনুষ্ঠিত

সখীপুরে সংসদ সদস্যের জিহ্বা কাটার হুমকি জেলা আ. লীগ নেতার

গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের দায়ের কোপে যুবক খুন

১০ জুন থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চালু হবে ম্যাংগো স্পেশাল ট্রেন

ছাত্রলীগের রাজনীতিতে আসলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে: সাদ্দাম

প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ৮ম মৃত্যু বার্ষিকী পালন

রংপুর নগরীকে পরিচ্ছন্ন রাখতে চেষ্টা অব্যাহত রয়েছে: মেয়র মোস্তফা

চাঁদপুরে নিষিদ্ধ জালে মাছ ধরায় ১৪ জেলে আটক

এই বিভাগের সব খবর

শিরোনাম :