সাংবাদিক অপহরণের ঘটনা স্বাধীন সংবাদমাধ্যম ও গণতন্ত্রের জন্য অশনি সংকেত

বাংলাদেশ যুব ইউনিয়ন কক্সবাজার জেলার সাংগঠনিক সম্পাদক, উখিয়া অনলাইন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জসিম আজাদকে অপহরণ করে নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বুধবার অনতিবিলম্বে অপহরণ ও নির্যাতনের সাথে সম্পৃক্ত দুর্বৃত্ত ও তাদের মদদদাতাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বিবৃতি দেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু।
তারা বলেন, সাংবাদিক জসিম আজাদ দীর্ঘদিন থেকে স্থানীয় ইয়াবা বাণিজ্যসহ সাম্প্রতিক সময়ে সরকারি চাকরির নিয়োগে অনিয়ম ও সরকার দলীয় ছাত্র, যুব সংগঠনের নিয়োগ বাণিজ্য, মাদক পাচার ও স্থানীয় সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে নিউজ করে আসছেন।
এছাড়া সামাজিক-রাজনৈতিক কাজ ও যে কোনো অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকায় থাকেন এই যুবনেতা। যার কারণে একাধিকবার হুমকিও পেয়েছিলেন তিনি। সেই সব হুমকি উপেক্ষা করে সে তার পেশাদারিত্ব বজায় রাখার কারণে তাকে অপহরণ করে নির্যাতন চালানো হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হয়ছে।
যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, সারাদেশে চলছে বিচারহীনতার সংস্কৃতি। সরকারি মদদপুষ্ট সন্ত্রাসী ও চোরাকারবারি মাদক বাণিজ্যের রমরমা ব্যাবসা, নিয়োগ বাণিজ্য মোকাবিলায় প্রশাসন চরমভাবে ব্যর্থ। এদের বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। জসিম আজাদ এই নিরাপত্তাহীনতা ও প্রশাসনের ব্যর্থতার একটি উদাহরণ মাত্র। তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিক অপহরণের ঘটনা স্বাধীন সংবাদমাধ্যম ও গণতন্ত্রের জন্য অশনি সংকেত। এর সঙ্গে জড়িতরা পার পেয়ে গেলে ভবিষ্যতে কেবল স্বাধীন সাংবাদিকতা ঝুঁকির মুখে পড়বে না, রাষ্ট্রের নাগরিকদেরও এর ভয়াবহ খেসারত দিতে হবে। তাই এ ঘটনায় জড়িতরা যত প্রভাবশালী হোক, যাদের দিয়েই এ ঘটনা ঘটিয়ে থাকুক, সকলকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত, অপহরণের প্রায় দুই ঘণ্টার পর স্থানীয় প্রশাসন ও র্যাবের সহায়তায় পথের পাশের ধানক্ষেত থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় জসিম আজাদকে।
(ঢাকাটাইমস/১১অক্টোবর/পিআর/ইএস)

মন্তব্য করুন