জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের টিকাদান শুরু

নরসিংদীতে শুরু হয়েছে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের টিকাদান কার্যক্রম।
রবিবার শহরের এনকেএম হাইস্কুল এন্ড হোমসে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম। পঞ্চম থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থীদের বিনামূল্যে এই টিকা দেয়া হচ্ছে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমনের কন্যা মারশিহা তাসনিমকে টিকা প্রদানের মাধ্যমে টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনের আগে জরায়ুমুখের ক্যান্সার নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন সিভিল সার্জন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে খোদাসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/ইএইচ)

মন্তব্য করুন