আবাসিক হোটেল থেকে সাংবাদিক আজাদীর মরদেহ উদ্ধার

সাংবাদিক জাকির হোসেন আজাদীর (৪৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে রাজধানীর মগবাজারের সিটি স্টার নামে একটি আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফ উদ্দিন মিয়াজি ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সাংবাদিক আজাদীর মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি থানায় একটি অপমৃত্যুর মামলাও করা হয়েছে বলেও জানান শরীফ উদ্দিন মিয়াজি।
আজাদীর ছোট ভাই মো. আবদুল আলিম ঢাকা টাইমসকে বলেন, ‘ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। গত চার বছর ধরে ওই হোটেলেই তিনি থাকতেন। চলতি বছরের মে মাসে আমাদের মা মারা যাওয়ার পর পারিবারিক একটি সমস্যার কারণে তার সঙ্গে পরিবারের অন্য সদস্যদের কথা কম হতো।’
আবদুল আলিম বলেন, ‘হোটেল থেকে আমাদের জানানো হয় সেখানের একটি কক্ষের টয়লেটে আমার ভাই পড়ে ছিলেন। তার পায়ে স্যান্ডেলও পরা ছিল। মাথা ফেটে রক্ত বের হয়েছিল।’ তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন বলেও জানান ছোটভাই।
ময়নাতদন্ত শেষে জাকির হোসেন আজাদীর মরদেহ সাতক্ষীরায় নেয়া হবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে বলেও জানান আলিম।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘এক সময় জাকির হোসেন আজাদী ইত্তেফাকে সহ সম্পাদক হিসেবে কাজ করতেন। এরপরে আরও কয়েকটি পত্রিকায় কাজ করেছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন এবং অনেক প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশও নিতেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।’
(ঢাকাটাইমস/১৫অক্টোবর/জিএম/কেএম)

মন্তব্য করুন