নাজিরপুরে ১৩৬ পূজা মণ্ডপে মৎস্য মন্ত্রীর অনুদান

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৩, ২১:২৫

পিরোজপুরের নাজিরপুরে ১৩৬ পূজা পণ্ডপে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নিজস্ব তহবিল থেকে অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা সদরের সরকারি কারিগরি কলেজ হলরুমে বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চঞ্চল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুহিন হালদার তিমিরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ স্ট্রাষ্ট্রি দোলা গুহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, উপজেলা কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে উপজেলার ১৩৬টি পূজা মণ্ডপের প্রত্যেকটিতে ৩ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। এ ছাড়া একই দিন জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে ৫ শত কেজি চাল প্রদান করা হয়েছে। এসময় পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজার শান্তিশৃঙ্খলা নিশ্চিত করতে কমিটির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/১৭ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :