তারকাদের ক্রিকেট লিগে ফের বিশৃঙ্খলা, স্থগিত ফাইনাল ম্যাচ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১১:৩৫ | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৩, ১১:০৯

সম্প্রতি মারামারির ঘটনায় বন্ধ হওয়া সেলিব্রিটি ক্রিকেট লিগে দুই সেমিফাইনাল শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মঙ্গলবার রাতে। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন খেলা শুরু হলেও ফাইনালের আগে আবারও তারকাদের মধ্যে তৈরি হয় বিশৃঙ্খলা। ফলে সেমিফাইনালের দুই ম্যাচ অনুষ্ঠিত হলেও স্থগিত হয়ে গেছে ফাইনাল ম্যাচ।

যদিও এ দফায় মারামারি বা হাতাহাতির মতো কোনো ঘটনা ঘটেনি।

জানা গেছে, এবারের দ্বন্দ্ব রাব্বী ও অন্তু নামে দুই অভিনেতাকে নিয়ে। এদের মধ্যে সালাহউদ্দিন লাভলুর দলের হয়ে রাব্বী এবং দীপঙ্কর দীপনের দলের হয়ে অন্তু তারকাদের এই ক্রিকেট লিগে অংশ নেন। সেটি নিয়েই মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যার জেরে ফের খেলা স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা।

এদিন বেলা ১১টার দিকে সেলিব্রিটি ক্রিকেট লিগের খেলা শুরুর পর কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে চয়নিকা চৌধুরীর দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দীপঙ্কর দীপনের দল। মূলত এই ম্যাচ শেষ হওয়ার পরেই বিশৃঙ্খলা শুরু হয়।

রীতিমতো দুই দলে ঝামেলা শুরু হলে দ্বিতীয় সেমিফাইনালের আগে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল খেলা। এরপর শুরু হয় দ্বিতীয় সেমিফাইনাল। এ ম্যাচে গিয়াসউদ্দিন সেলিমের দলকে হারিয়ে বিজয়ী হয় সালাহউদ্দিন লাভলুর দল।

এর কিছুক্ষণ পর ফাইনাল শুরু হওয়ার কথা থাকলেও দুই দলের দ্বন্দ্বের কারণে সেটা আর সম্ভব হয়নি। খেলা বন্ধ রেখে দুই দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও সমাধান বের করতে পারেননি আয়োজকরা। পরে তিন ঘণ্টার বেশি সময় নিয়েও কোনো সিদ্ধান্তে আসতে না পারায় শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচ স্থগিতের ঘোষণা করা হয়।

এ প্রসঙ্গে আয়োজক কমিটির সদস্য মাসুদুর রহমান বলেন, ‘আগেই জানানো হয়েছিল যে, যারা করপোরেট লিগে খেলেছেন তারা এই লিগে খেলতে পারবেন না। এখানে কেউ ২০১৪ সালে, আবার কেউ ২০১৬ সালে করপোরেট লিগ খেলেছেন। আমরা সেটা জানতাম না। পরে সেমিফাইনালের আগে ঝামেলা তৈরি হয়।’

তিনি আরও বলেন, ‘কে কত সালে কোথায় খেলেছেন সেসব নথি হাজির করেছে দলগুলো। দুই দলের অভিযোগের কারণেই মূলত খেলা বন্ধ রয়েছে। আমরা আয়োজক হিসেবে চেষ্টা করেছি খেলা শেষ করার। কিন্তু আপাতত সেটা হচ্ছে না। এর মধ্যে আমাদের কিছু ব্যর্থতা আছে। আমরা সেটা মেনে নিচ্ছি। পরে কোনো একসময় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।’

আয়োজকদের দিকে অভিযোগের তীর ছুঁড়ে নির্মাতা দীপঙ্কর দীপন বলেন, ‘আমরা শুরু থেকেই নিয়ম মেনেই ক্রিকেট খেলে সেমিফাইনালে জিতে ফাইনালে এসেছি। কিন্তু খেলোয়াড় নিয়ে হঠাৎ কী সমস্যা হলো আমি এখনও বুঝতে পারছি না।’

সালাহউদ্দিন লাভলুর দলের অন্যতম খেলোয়াড় চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘এটা এখন অব্যবস্থাপনার মধ্যে পড়ে গেছে। ম্যানেজমেন্ট চেয়েছে খেলাটা হোক। কিন্তু একজন ক্যাপ্টেন বললেন- অন্তু থাকলে আমি খেলব না। বলা হলো, রাব্বী থাকলেও খেলবে না। সেই দ্বিমতেই মূলত বিশৃঙ্খলার সৃষ্টি।’

এর আগে দীপিঙ্কর দীপন এবং মোস্তফা কামাল রাজের দলের খেলা চলাকলীন বড় ধরনের হট্টগোলের সৃষ্টি হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল দুই দলের কয়েকজন খেলোয়াড়। যদিও দুই দলের দাবি ছিল, বহিরাগতরা ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। ওই ঘটনায় কিছুদিন বন্ধ ছিল সিসিএল।

(ঢাকা টাইমস/১৮অক্টোবর/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :