নারায়ণগঞ্জ বন্দরে মধ্যরাতে টিনশেড বাসায় আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৩, ১১:২৪| আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১১:৩৯
অ- অ+
বুধবার রাত সোয়া ১১টার দিকে নবীগঞ্জের কদমরসুল হাউজিং অলিম্পিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের বন্দরে একটি টিনশেড বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সোয়া ১১টার দিকে নবীগঞ্জের কদমরসুল হাউজিং অলিম্পিয়া এলাকায় এ ঘটনা ঘটে। কেউ হতাহত না হলেও এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, অলিম্পিয়া এলাকার জাহাঙ্গীর আলমের বাসায় রাতে আগুন দেখে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাড়ির মালিক মো. জাহাঙ্গীর আলম বলেন, রাত ১১টার পর আমার বাসায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের লোকেরা এসে তা নিয়ন্ত্রণে আনেন। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও বলতে পারছি না।

বন্দর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ হোসেন বলেন, বন্দরের কদমরসুল এলাকায় জাহাঙ্গীর আলমের বাসায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি৷ ফ্রিজের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/প্রতিনিধি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা