মাদারীপুরে ৪৫ বছর ধরে প্রতিমা বানাচ্ছেন কালিপদ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৩, ১৩:৫৫
অ- অ+

দুর্গা প্রতিমা ছাড়াও গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতীর হাজারো প্রতিমা গড়েছেন নিজ হাতে। নিরন্তভাবে ছুটে চলছেন ৪৫ বছর ধরে। বিরাম নেই প্রতিমা কারিগর মাদারীপুরের কালিপদ সূত্রধরের। তবে এখন আর আগের মতো শরীরে শক্তি নেই। রোগ-শোকে বাঁধ সেজেছে প্রতিমা তৈরিতে। ফলে ১০ বছর আগেও প্রতি দুর্গাপূজায় ৮ থেকে ১০টি মন্দিরে প্রতিমা তৈরির কন্ট্রাক নিলেও এখন মাত্র একটি মন্দিরের প্রতিমা তৈরি করছেন তিনি। এতেও আবেগ আর অনুভূতির কমতি নেই কালিপদের। প্রতিমা তৈরির সেসব স্মৃতি মনে পড়লে ছলছল করে উঠে চোখের কোণায়।

জানা যায়, মাদারীপুর পৌর শহরের কুলপদ্ধি শিমুলতলায় কালিপদ সূত্রধরের বাড়ি। ১৯৭৫ সালে বাবা বিশ্বনাথ সূত্রধরের হাত ধরে এ পেশায় নামেন। হাতে-কলমে বাবার কাছেই শিখছেন কৌশল। এরপরে একে একে গড়েছেন হাজারো প্রতিমা। গেলো ৪৫ বছরে তিনি ৪ হাজারের উপরে প্রতিমা তৈরি করেছেন একাই। তবে তার বড় ছেলে সঞ্জয় সূত্রধর বাবার পেশায় আসেনি। হয়েছেন ইলেকট্রিক মেকানিক। আর ছোট ছেলে শংকর সূত্রধর হয়েছেন দোকানি। বংসধররা কেন এ পেশায় আসেনি। এমন প্রশ্নে তার সহজ উত্তর, আগের মতো কমর নেই প্রতিমা শিল্পীদের। মেশিনের সাহার্য্যে তৈরি হয় প্রতিমা। যে কারণে অন্য পেশায় চলে যাচ্ছে পরবর্তী প্রজন্ম।

আরো জানা যায়, এবার দুর্গাপূজায় কালিপদ সূত্রধর মাত্র একটি মন্দিরের প্রতিমা তৈরির কাজ নিয়েছেন। আগে ১০টি মন্দিরের প্রতিমা গড়েছেন তিনি। এখন তার বয়স ৭০ ছুঁইছুঁই। ফলে রোগ আর বয়সের ভাড়ে কাজ করতে পারে না। তাই প্রতিমা শিল্পীদের সরকারিভাবে সহযোগিতার দাবি কালিপদ সূত্রধরের পরিবার ও এলাকাবাসী।

কালিপদ সূত্রধর বলেন, ‘আগের মতো আর কাজ পারি না। সারা জীবন ঠাকুর বানিয়েই চলেছি। বাবার হাতে শিখেছি কাজ। আর ছাড়তে পারেনি। মায়া মমতায় প্রতিমা বানিয়েছি। এখনো বানাই। তবে এখন আর আগের মতো দাম নাই আমাদের মতো কারিগরদের। বর্তমানে মিশনে ঢাইস দিয়ে প্রতিমা তৈরি করা হয়। যে কারণে আমাদের কদর নাই। ফলে আমার দুই ছেলে এই পেশায় আসেনি। তারা অন্য কাজ করছে।

কালিপদ সূত্রধরের স্ত্রী সাধনা বলেন, ‘আমার স্বামী জীবন ভর প্রতিমা তৈরি করেই গেলো। সরকাবি বা বেসরকারিভাবে কোন সহযোগিতা পেলো না। কি দাম আছে এমন শিল্পীর কাজ করে। এর চেয়ে অন্য পেশায় থাকলে বেশি ভালো হতো। তাই পোলাপানদের পেশায় আনে নাই।

কালিপদ সূত্রধরকে এক নামে চিনেন মাদারীপুরের মানুষ। তিনি দেশের প্রতিটি জেলায় সুনামের সাথে প্রতিমা তৈরি করেছেন। তাদের মতো প্রতিমা শিল্পীদের সরকারিভাবে পৃষ্ঠপোষকতার দাবি সনাতন হিন্দু সম্প্রদায়ের।

(ঢাকা টাইমস/২০অক্টোবর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা