পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা
ইলেকট্রিক পাম্প মেশিন দিয়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে অধীর চন্দ্র রায় (৬৫) নামে শ্রমিককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুরে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের পাকুরের তল এলাকার নমির উদ্দিন অটোরাইস মিলে এ ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
নিহত অধীর চন্দ্র রায় খালিসা ধুলিয়া মালিপাড়ার মৃত উপেন্দ্র চন্দ্র রায়ের ছেলে। এদিকে রাতেই মোটা অংকের টাকার বিনিময়ে মৃতের পরিবারকে ম্যানেজ করে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে মিল মালিক নমির উদ্দিন।
এ ঘটনায় মূল হোতা মোরশেদুল (২০) কে আটক করা হয়েছে। সে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ডাঙাপাড়ার কামালুর ছেলে এবং মিল মালিক নমির উদ্দিনের প্রতিবেশী ও আত্মীয়।
মিল মালিক নমির উদ্দিন বলেন, আমি মিলে ছিলাম না। তবে শুনেছি পাম্প মেশিন নিয়ে গায়ে লাগা ধানের গুঁড়া ঝারার সময় দুষ্টুমি করে অধীরের পিছনে লুঙ্গির ভিতরে বাতাস দেয়। শ্রমিকরা এরকম ইয়ারকি প্রায়ই করে।
সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটক মোরশেদুলকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২০ অক্টোবর/ইএইচ)