হাজারীবাগ থেকে কলেজ শিক্ষার্থী নিখোঁজ, পাগলপ্রায় মা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৩, ১৫:৩৬| আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৫:৫১
অ- অ+

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সদ্য এসএসসি পাস করা একজন শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তার নাম রেদোয়ান আল ফেরদৌস। ১১ সেপ্টেম্বর হাজারীবাগের গজমহল এলাকা থেকে তিনি নিখোঁজ হন। রেদোয়ান একটি সরকারি কলেজে এইচএসসি প্রথমবর্ষে ভর্তি হয়েছেন।

এদিকে রেদোয়ান নিখোঁজের দুইদিন পর ১৩ সেপ্টেম্বর হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী পরিবার। প্রায় দেড়মাস অতিবাহিত হলেও আইনশৃঙ্খলাবাহিনী রেদোয়ানকে খুঁজে বের করতে পারেনি।

থানা পুলিশ বলছে, নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে বের করতে তারা কাজ করছেন। প্রযুক্তির পাশাপাশি স্থানীয় সোর্সের মাধ্যমে কাজ চলছে।

নিখোঁজের বড় ভাই জুনায়েদ আল ফেরদৌস ঢাকাটাইমসকে জানিয়েছেন, ঘটনার দিন বাসার কম্পিউটার নষ্ট ছিল। রেদোয়ান জানায়- কম্পিউটারে তাকে জরুরি কাজ করতে হবে; তাই বোনের বাসায় যাবেন। হাজারীবাগ গজমহল রোডে বোনের বাসায় যাবার পর সেখানে দুপুরের খাবার খান। পরে বিকালে ওই বাসা থেকে বের হয়। কিন্তু সে আর বাসায় ফিরে আসেনি। এরপর থেকে নিখোঁজ রয়েছে।

পরিবারটি জানিয়েছে, নিখোঁজ রেদোয়ান এবছর রাজধানীর সাইন্সল্যাবরেটরী স্কুল থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪ পেয়ে এসএসসি পাস করেছে। পরে তাকে ঝালকাঠি সরকারি কলেজে ভর্তি করা হয়েছে। পড়াশোনার বাইরে রেদোয়ান কম্পিউটারে বিভিন্ন গানের মিউজিক বানাতে পারত।

ঘটনার দিন বাসার সবাই বেড়াতে গেলেও রেদোয়ান বাসায় ছিল বলে জানিয়েছে নিখোঁজের মা নাজনিন আরা। তিনি বলেন, ‘ছোট সন্তান নিখোঁজের পর পরিবারের সবার খাওয়া-দাওয়া, ঘুম বন্ধ। তার সন্ধান পেতে র‌্যাব, পুলিশ, ডিবি সব জায়গায় গিয়েছি। কিন্তু কেউ কোনো সন্ধান দিতে পারেনি। ঘটনার সময় তার কাছে যে মোবাইল ছিল সেটাতে সিম কার্ড ছিল না।’

এখন পর্যন্ত পরিবারের কাউকে মোবাইলে ফোনের মাধ্যমে চাঁদা চেয়েছে কি-না বা অপহরণ করা হয়েছে এমন কোনো বার্তা এসেছে কি না জানতে চাইলে নিখোঁজের বড় ভাই জুনায়েদ আল ফেরদৌস বলেন, ‘এমন কোনো ফোন কল পায়নি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি কিন্তু একমাস ১১ দিনে কেউ তার সন্ধান বের করে দিতে পারেনি।’

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আহাদ আলী ঢাকাটাইমসকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের অফিসাররা কাজ করছেন। তবে এখনও তার খোঁজ পাওয়া যায়নি।’

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা