চালকের গলাকেটে ইজিবাইক ছিনতাই, ৮ মাস পর অভিযুক্ত গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুরের রাজু নামের এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যার ঘটনার দীর্ঘ ৮মাস পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্ত রাজেন্দ্রকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার পর রাজেন্দ্র নিজেকে মুসলিম পরিচয়ের ভুয়া এনআইডি কার্ড ব্যবহার করতেন এবং মোবাইলে ভিন্ন নামের সিমকার্ড ব্যবহার করতেন।
রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম মান্দুয়ারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একই দিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত রাজেন্দ্র ওই গ্রামের বিশু চন্দ্রের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন এই মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার ওসি অপারেশন তারিকুল ইসলাম টুটুল। তিনি জানান, গভীর রাতে রাজু হত্যার আসামিকে গ্রেপ্তার করি এবং আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আসামি রাজেন্দ্র পুলিশের গ্রেপ্তার এড়াতে নাম-পরিচয় গোপন করে ঢাকায় দীর্ঘদিন পালিয়ে ছিলেন।
(ঢাকাটাইমস/২২ অক্টোবর/ইএইচ)

মন্তব্য করুন