ভৈরবে যাত্রীবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কা, বহু হতাহতের শঙ্কা

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৩, ১৭:০১| আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৯:১৩
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকাগামী এগারসিন্ধুর গোধুলী ট্রেনে ধাক্কা দিয়েছে একটি মালবাহী ট্রেন। এতে যাত্রীবাহী ট্রেনের দুটি কোচ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় প্রাথমিকভাবে ১০ জনের মরদেহ উদ্ধার হয়। পরে আরও ৫ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে সোমবার বিকাল পৌনে চারটার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এগারসিন্ধুর ট্রেনের যাত্রীবাহী দুটি বগি উল্টে গেছে। চাপা পড়া যাত্রীদের উদ্ধারে কাজ চলছে। এতে শতাধিক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার ফলে দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনা কবলিত বগি উদ্ধারে ঘটনাস্থলে আনা হচ্ছে উদ্ধারকারী ট্রেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছেন। উল্টে যাওয়া বগির নিচে অনেক যাত্রী চাপা পড়েছেন। এ ছাড়া রেললাইনের ওপর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ভৈরব রেলওয়ে থানার ওসি আলীম হোসেন সিকদার।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাই গণহত্যা’: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
গভীর রাত হলেই পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব
রক্তমাখা কুড়াল আর গোলাপ নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’
দিনাজপুরে সড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা