মরতে হয় মরবো, তবুও আওয়ামী লীগ রাজপথ ছাড়বে না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৯:৪৬ | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৩, ১৮:২৭

আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ‘বিএনপির দুরভিসন্ধি আছে। সাম্প্রদায়িকতাসহ তাদের অশুভ খেলার পরিকল্পনা আছে।’

‘সুতরাং আমাদের সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে। মরতে হয় মরবো, তবুও রাজপথ ছাড়বো না। আওয়ামী লীগ কোনো ভয় পাচ্ছে না। কিন্তু জনগণ নাশকতার ভয় পাচ্ছে। করণ বিএনপির অতীত তাই বলে।’

আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের আগের দিন শুক্রবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন ওবায়দুল কাদের।

চলমান রাজনীতি ও শনিবার আওয়ামী লীগের সমাবেশের বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

তিনি বলেন, ‘এটা বাংলাদেশের আরেকটা মুক্তিযুদ্ধ। এই যুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে। আমরা যদি মাঠে থাকি শেখ হাসিনার হাত আরও শক্তিশালী হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

‘যেকোনো উপায়ে ক্ষমতা দখলের চেষ্টায় বিএনপি। তারা অনেকদিন ধরে ক্ষমতায় নেই, তাই ক্ষমতার ক্ষুধায় মরণ কামড় দিতে চায়। তারা দেশের কোনো উন্নয়ন করতে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চেহারা পাল্টে গেছে। কিন্তু সেটা বাধাগ্রস্ত করতে মরিয়া বিএনপি।’

নির্বাচন কমিশন স্বাধীন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা (ইসি) একটি সুন্দর একটা নির্বাচন করতে প্রস্তুত। এখন তারা (বিএনপি) নির্বাচন কমিশনকে, নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। তারা বাংলাদেশের স্বাধীনতাকে ধূলিসাৎ করে পাকিস্তানে রূপ দিতে চেষ্টা করছে।’

‘এরা কারা? তারা হলো, বঙ্গবন্ধুর হত্যাকারী, চার নেতার হত্যাকারী, শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করেছে। তাদের সঙ্গে আওয়ামী লীগ আপস করতে পারে না। তারাই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রায়কে বিতর্কিত করতে চায়।’

আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে তারা (বিএনপি) যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের ধরে রাখতেই হবে। এজন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।’

‘জনগণের ভোটে শেখ হাসিনাকে হারানো সম্ভব না জেনেই এটা বুঝতে পেরে তারা ষড়যন্ত্র করছে। সন্ত্রাসী কর্মকাণ্ড করে। বিএনপি বলে শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাবে। এটা কোনো ভালো দলের নেতাদের বক্তব্য হতে পারে না। দেশের অপশক্তিকে চিরতরে মুছে দিতে হবে।’

আওয়ামী লীগ অশান্তি নয়, শান্তি চায় জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ কোনো বিশৃঙ্খলা করবে না। যারা নির্বাচনে বাধাগ্রস্ত করতে চায় প্রশ্নবিদ্ধ করতে চায়, তারাই দেশের মধ্যে বিশৃঙ্খলা করতে চায়। তবে আওয়ামী লীগ কোনো ভয় পায় না।’

আওয়ামী লীগ দেশের উন্নয়ন অগ্রগতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে দেবে না। এটা আওয়ামী লীগের প্রতিজ্ঞা। সন্ত্রাস, জঙ্গিবাদ নৈরাজ্যকারীদের হাতে এদেশ তুলে দিতে পারে না আওয়ামী লীগ। শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতি দেখে বিএনপির হিংসা হয়।’

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/জেএ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :