নয়াপল্টনেই সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ২০:৪৫ | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৩, ১৯:৪০

রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি। একটি গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, ডিএমপি কমিশনার বিষয়টি জানাবেন।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শনিবার পল্টনে সমাবেশ কর্মসূচি রয়েছে বিএনপির। আর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ।

তবে দল দুটিকে আনুষ্ঠানিকভাবে অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ। দুদলকেই শর্তসাপেক্ষে তাদের পছন্দমতো জায়গায় সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে ডিএমপির একটি সূত্র ঢাকা টাইমসকে জানিয়েছে। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে বিকালে বৈঠকও করেছেন।

দুদলের এ সমাবেশ ঘিরে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এরই মধ্যে পল্টন এলাকায় বিএনপির নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে। তবে দলটির কার্যালয়ের ফটক তালাবদ্ধ।

অন্যদিকে সমাবেশ ঘিরে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রয়োজনে প্রাণ গেলেও অপশক্তির হাতে দেশকে আওয়ামী লীগ তুলে দেবে না বলে মন্তব্য করেছেন।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :