নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৩:২২ | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৩, ১৩:০৮

চলতি বিশ্বকাপে টানা চার ম্যাচে হারের তিক্ত স্বাদ পাওয়া বাংলাদেশ আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হচ্চে নেদারল্যান্ডসের। সেমির স্বপ্ন টিকিয়ে রাখতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

কলকাতার দেড়শ বছরেরও বেশি পুরনো স্টেডিয়াম ইডেন গার্ডেনসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

দুই ম্যাচ পর এই ম্যাচ দিয়ে আবারও একাদশে ফিরতে পারেন তারকা পেসার তাসকিন আহমেদ। কাঁধের চোটের কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেননি তাসকিন। তবে নেদারল্যান্ডস ম্যাচের আগে অনুশীলনে তাকে পুরোদমে বোলিং করতে দেখা গেছে। এছাড়া আজ একাদশে ফিরতে পারেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাদ পড়া তাওহীদ হৃদয়ও।

এবারের বিশ্বকাপে প্রত্যাশার ছাপ মাঠে রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন হৃদয়। একসময় দলের নির্ভরযোগ্য সদস্যে পরিণত হওয়া হৃদয় শেষমেশ বাজে ফর্মে ছিটকে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে। বিশ্বকাপে তিন ইনিংসে ব্যাটিংয়ে নেমে তার রান যথাক্রমে ৩৯ (ইংল্যান্ড), ১৩ (নিউজিল্যান্ড), ১৬ (ভারত)। তবে ডাচদের বিপক্ষে আজ আসতে পারেন তিনি। আর বাড়তি এই ব্যাটারকে জায়গা করে দিতে ছিটকে যেতে পারেন নাসুম আহমেদ।

আর তাসকিন আহমেদ একাদশে ফিরে আসলে বাদ পড়তে যাচ্ছেন হাসান মাহমুদ। বিশ্বকাপে খুব একটা চেনা ছন্দে নেই এই পেসার। মূল একাদশের বাইরে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি তার।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

শুরুর ধাক্কা কাটিয়ে ১৩৮ রানে থামল জিম্বাবুয়ে

৪২ রানেই ৫ উইকেট নেই জিম্বাবুয়ের

জিম্বাবুয়ে শিবিরে শুরুতে তাসকিনের আঘাত 

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ

লিটন রান না পেলেও তার কঠোর পরিশ্রমকে গুরুত্বপূর্ণ বললেন ব্যাটিং কোচ

তামিম-হৃদয়ের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশের ব্যাটিং কোচ

চট্টগ্রামে বিশ্রামের দিনে ‘পঞ্চপাণ্ডবের’ ছবি পোস্ট করে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ব করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :