এমপি নিক্সনের সমালোচনায় কাজী জাফরউল্লাহ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৩, ২২:৩৮| আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ২২:৫১
অ- অ+

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মূল্যায়ন করেননি নিক্সন, মূল্যায়ন করেছেন বিএনপির নেতাকর্মীদের। বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বাড়ি-ঘর, ব্যবসা-বাণিজ্য করে দিয়েছেন।

শুক্রবার বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন কাজী জাফরউল্লাহ।

কাজী জাফরউল্লাহ বলেন, নিক্সন চৌধুরী বিভিন্ন সভায় বলে থাকেন তার রাজনীতি হচ্ছে উন্নয়নের রাজনীতি আর মূল্যায়নের রাজনীতি। উন্নয়নের রাজনীতি হচ্ছে তার নিজের উন্নয়ন, তার উন্নয়নে বিশাল বড় বাড়ি বানিয়েছেন। তিনি যখন ভাঙ্গায় পা দিয়েছিলেন তখন তার বা তার পরিবারের কারো এক শতাংশ জমি ছিল না। এখন কিন্তু তিনি উন্নয়ন করে বিশাল সম্পত্তি করেছেন, একটি বড় চিড়িয়াখানাও বানিয়েছেন। আমাদের মানুষ বাঁচার জন্য লড়াই করে যাচ্ছে, আর তিনি মাদারীপুরের শিবচর থেকে এসে উন্নয়নের জোয়ার দিয়ে চিড়িয়াখানা বানিয়েছেন।

জাফরউল্লাহ বলেন, এলাকায় নতুন কোনো রাস্তা করেছেন দেখতে পাচ্ছি না। নিলুফার জাফর উল্লাহ যখন এমপি ছিলেন ২০০৯ সাল থেকে ২০১৮ পর্যন্ত ওই সময়ে দেওয়া প্রকল্পগুলোই এখন বাস্তবায়ন হচ্ছে। বিভিন্ন এলাকায় যে রাস্তা পাস করে এসেছিলাম, সেই রাস্তাই হয়েছে, এর বাইরে নতুন করে কোনো রাস্তা হয়নি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আমাদের এমপি সাহেব সব জায়গায় বলে থাকেন আমি কিন্তু মূল্যায়নের রাজনীতি করে থাকি। স্থানীয় উপস্থিতিদের উদ্দেশে জাফর উল্লাহ বলেন, আপনাদের কয়জনের চাকরি, ব্যবসা হয়েছে বলেন। জবাবে সবাই হাত উচিয়ে বলেন একজনেরও নয়।

কাজী জাফরউল্লাহ বলেন, আমি চোখে দেখেছি মূল্যায়ন হয়েছে বিএনপির সভাপতি জাফর মুন্সির। গত ২৮ তারিখের পরে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। মানুষের উপর অত্যাচার, পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, সাংবাদিকদের উপর আক্রমণ করেছে। এরপরে কিন্তু বিএনপি জামায়াতের নেতাকর্মীদের ধরপাকড় হচ্ছে। সেইখানে দেখতে পেলাম মুজিব কোট গায়ে দিয়ে বিএনপির যে সভাপতি জাফর মুন্সী এমপি সাহেবের সঙ্গে ঘুরতেছেন। সেটাই হচ্ছে তার মূল্যায়ন।

জাফরউল্লাহ বলেন, নিক্সন আওয়ামী লীগের নেতাকর্মীদের মূল্যায়ন করে নাই, বিএনপি জামায়াত শিবিরকে মূল্যায়ন করেছেন। যত বাড়ি ঘর ব্যবসা-বাণিজ্য সব বিএনপি জামায়াতকে দিয়েছেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেন নাই। কারণ তিনি মাদারীপুর থেকে এসেছেন আমাদের শাসন করতে। সেজন্য আপনাদের ভাগ্যের পরিবর্তন করার তারতো প্রয়োজন নাই।

‘আমার বাবা পাকিস্তান আমলে কলেজ করেছেন সেই কলেজে আপনারা, আপনাদের সন্তানরা পড়ালেখা করে আজ প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের ভোটে আমার চাচা, আমার স্ত্রী এবং আমি এমপি হয়েছি। কোনো দিন কেউ বলতে পারেনি যে একটি টাকাও আমরা নিয়েছি। আমরা কোনো দিন বালু কাটা, বাসের থেকে চাঁদা নিয়েছি কেউ কি বলতে পারবে। আমি অনেকের চাকুরি দিয়েছি, কেউ বলতে পারবে না কারো কাছ থেকে এক কাপ চা খেয়েছি। আপনাদের পাশে থেকে সততার সঙ্গে সেবা করেছি।’ বলেন জাফরউল্লাহ।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান কাজী জাফরউল্লাহ।

হামিরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিরাজ মাতুব্বরের সভাপতিত্বে আরো বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সদরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু আলম রেজা, আজিম মিয়া, সালেহা বেগম প্রমুখ।

(ঢাকাটাইমস/০৩নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা