গাইবান্ধায় ছাগল খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার ১০ বছরের শিশু

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৩, ১৩:৪৬
অ- অ+
প্রতীকী ছবি

গাইবান্ধা সদর উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে লাভলু মিয়া এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে সদর থানার মধ্য বানিয়ারজান পশু হাসপাতাল এলাকার একটি ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, শিশুটি তার নানাবাড়িতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে তার নানার পালিত ছাগল খোঁজার জন্য সে বাড়ি থেকে বের হয়।

অভিযুক্ত লাভলু মিয়ার বাড়ির পাশের ধানক্ষেতের আইল দিয়ে যাওয়ার সময় তিনি শিশুটিকে টেনে ধান ক্ষেতের মধ্যে নিয়ে যান। এরপর তাকে ধর্ষণ করে সেখানেই ফেলে রাখেন।

এ সময় শিশুটির কান্নাকাটি শুনে ঘটনাস্থলে এসে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের লোকদের খবর দেন। পরে রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগী শিশুটিকে সদর হাসপাতালে নেওয়া হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ‘ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

(ঢাকা টাইমস/০৮নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা