বগুড়ায় ধানক্ষেতে মিলল কৃষকের মরদেহ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি ধানক্ষেত থেকে জাহিদুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার আটমুল ইউনিয়নের ভায়েরপুকুর এলাকার কাঠবাসনা নামক এলাকা থেকে লাশটি উদ্ধার হয়।
মৃত জাহিদুল ইসলাম উপজেলার কিচক ইউনিয়নের গাংগইট গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
খোঁজ জানা গেছে, এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন জাহিদুল ইসলাম। সকালে মাঠে ধান কাটতে যাওয়া কৃষকরা তার লাশ দেখতে পান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, স্থানীয় কেউই মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানা যায়। ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৮ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন