জিগাতলায় যাত্রীবাহী বাসে আগুন, একজন আটক

রাজধানীর জিগাতলায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে আগুন দেওয়ার অভিযোগে সন্দেহভাজন একজনকে আটক করেছে উপস্থিত জনতা। বুধবার রাত ৯টার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গেটের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাত ৯টা ১৭ মিনিটের দিকে খবর পায়। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
এর আগে সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে রাজধানীর তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া রাত ৮টা ৮ মিনিটে রাজধানীর কাকলীতে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
আরও পড়ুন>সন্ধ্যায় রাজধানীতে দুই বাসে আগুন
(ঢাকাটাইমস/০৮নভেম্বর/কেএম)

মন্তব্য করুন