যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কিশোর খুন

যশোর শহরের প্রাণকেন্দ্র বড় বাজারের চুড়িপট্টিতে রাজিম (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজিমের বুকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পুলিশ এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি।
রাজিম শহরের চুরিপট্টি এলাকার একটি কাপড়ের দোকানে চাকরি করতো। সে শহরের ঝুমঝুমপুর এলাকার বাদল খানের ছেলে।
রাজিমের পিতা বাদল খান জানান, তার ছেলে চুড়িপট্টি বাজারে একটি কাপড়ের দোকানে কাজ করে। পূর্ব শত্রুতার জেরে পায়েল, ইয়ামিন, রায়হানসহ ৬ থেকে ৭ জন কিশোর একসঙ্গে এসে দোকান থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক হেমন্ত পোদ্দার মৃত ঘোষণা করেন। চিকিৎসক বলেন, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।
যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আব্দুল আলিম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে এখনো আটক করা হয়নি।
(ঢাকাটাইমস/০৯ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন