সিদ্ধিরগঞ্জে বাসে আগুন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৩, ২০:৪০| আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ২০:৪৫
অ- অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি নাফ পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, দুপুর থেকে আদমজী-চাষাঢ়া সড়কের আরকে গ্রুপ সংলগ্নের সামনে গাড়িটি থামিয়ে রাখা ছিল। হঠাৎ মানুষজন আগুন জ্বলতে দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করে। পরে তারা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভান।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আমরা ৬টা ৪৭ মিনিটের মধ্যে পৌঁছে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। আমাদের আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে। কে বা কারা আগুন দিয়েছে বা কিভাবে আগুন লেগেছে এখনি বলা যাচ্ছে না।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে আমরা এসেছি। আগুন কারা দিয়েছে সেটা তদন্ত করে বলা যাবে। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

(ঢাকা টাইমস/১২নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি গঠন
দলের জয়ের পর মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ আহমেদ
ঘন কুয়াশায় পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা চারটি
ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা, পুনর্গঠনে প্রয়োজন ১০ বিলিয়ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা