মীর মশাররফ হোসেনের ১৭৬তম জন্মবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৩, ১১:১০| আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১২:১০
অ- অ+

বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল ও কালজয়ী উপন্যাস বিষাদ-সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৬তম জন্মবার্ষিকী আজ।

১৮৪৭ সালের আজকের দিনে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে সৈয়দ মীর মুয়াজ্জম হোসেন ও দৌলতন নেছা দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন তিনি।

বাংলাসাহিত্যের অমর এ কথাসাহিত্যিকের জন্মবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যায় কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় মীরের বাস্তুভিটায় আলোচনা সভাসহ দুদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় উদ্বোধনী দিনে কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়।

আলোচনা সভা শেষে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি ও লালন একাডেমির উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহতেশাম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. অধ্যাপক আমিনুল হক ও কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ, মীরের সাহিত্য ও জীবন দর্শন নিয়ে আলোচক থাকবেন বোধোদয়ের সভাপতি এ্যাড. লালিম হক।

আলোচনা সভা শেষে মীর মশাররফ হোসেন রচিত জমিদার দর্পণ নাটক মঞ্চস্থ হবে।

১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মারা যান মীর মশাররফ হোসেন। সেখানেই তাকে সমাহিত করা হয়। জন্মবার্ষিকী ঘিরে প্রতি বছর বাংলা একাডেমি মীরের সমাধিস্থল পদমদীতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে থাকলেও এ বছর রাজনৈতিক পরিস্থিতির কারণে কোনো আয়োজন করেনি তারা। তবে জন্মবার্ষিকী উপলক্ষে স্থানীয় প্রশাসন, উপজেলা পরিষদ, মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বলে জানান ইউএনও রফিকুল ইসলাম।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা