ঝড়ে গাছ ভেঙে রেললাইনে, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৩, ২১:০২

ব্রাহ্মণবাড়িয়ায় ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বড়হরণ এলাকায় রেললাইনের ওপর গাছটি উপড়ে পড়ে।

এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার তালশহর এবং নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ভৈরব রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলার কালিসীমা নামক এলাকায় রেললাইনের উপর একটি গাছ পড়ে যায়। এরফলে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটিকে আশুগঞ্জের তালশহর রেলস্টেশনে সন্ধ্যা ৭টার দিকে স্টপেজ দিতে হয়েছে। গাছ সরানোর পর ট্রেন ছেড়ে যাবে বলে জানান ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার।

(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :