থানায় টাকা চুরির অভিযোগ, বাদীর বাড়িতে ঢুকে হামলা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৩, ১৭:৩০| আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৭:৩১
অ- অ+

কুষ্টিয়ার কুমারখালি উপজেলায় টাকা চুরির সন্দেহে থানায় অভিযোগ করায় বাড়িতে ঢুকে বাদীর ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার সকাল ৭টার দিকে উপজেলার কুমারখালি বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুই লাখ টাকা চুরির সন্দেহে থানায় অভিযোগ করায় মামলার বাদী মো. আব্দুল ওয়াদুদের বাড়িতে ঢুকে তাকেসহ তার পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা করেন অভিযুক্ত প্রতিবেশী মো. আল আমিন হোসেন ও তার পরিবারের সদস্যরা। এ সময় ওয়াদুদসহ আহত হন তার স্ত্রী মো. রাশিদা খাতুন ও নাতি মো. ইমন হোসেন।

হামলার শিকার আব্দুল ওয়াদুদ জানান, ১৬ নভেম্বর অনুমান দুপুর ১টার সময় কুমারখালি থানাধীন কৃষি ব্যাংক, মধুপুর শাখা থেকে আমি নগদ দুই লাখ টাকা উত্তোলন করি। পরে টাকাটা আমি আমার ঘরের বিছানার চাদরের নিচে রেখে দিই। এই টাকা দিয়ে আমি গরু কিনতে চেয়েছিলাম। আমাদের উপরে যারা হামলা করেছে তারা আমাদের প্রতিবেশী। আমাদের বাড়ি পাশাপাশি হওয়ায় আমি ব্যাংক থেকে বাসায় এসে গল্প করতে করতে আমার ঘর পর্যন্ত চলে আসি, ঠিক তখন আমি টাকাটা ব্যাগ থেকে বের করে রাখার সময় মো. আলামিন হোসেন দেখেছিল।পরেরদিন সকাল অনুমান ৬টার সময় আমি বাড়ির আশপাশের কাজগুলো করে ঘরে ঢুকে টাকা নিতে গিয়ে দেখি আমার একটি টাকা ও সেখানে নেই, এরপর পরই আমি বাদী হয়ে সন্দেহাতীতভাবে আলামিনের বিরুদ্ধে কুমারখালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। এরপরেই আমার বাড়িতে এসে অভিযোগ তুলে নেওয়ার জন্য জোরজবরদস্তি গালিগালাজ করতে থাকে আলামিনসহ ৭ জন। এ সময় আমার স্ত্রী ও নাতি ঘর থেকে বের হয়ে এসে গালিগালাজ করতে নিষেধ করলে আলামিন ও তার তার পিতা আল্লেক হোসেন এবং তার চাচা আমজাদ হোসেন,মোহাম্মদ আলী,চাচাতো ভাই ইমরাস হোসেন, মাতা সর্জিনা খাতুন, চাচি রেনু খাতুনসহ পুরো পরিবারের মোট সাতজন এগিয়ে এসে, আমি ও আমার স্ত্রী ও নাতিকে তাদের সবার হাতে থাকা কাঠের বাটাম, রাম-দা, হাঁসুয়া, দিয়ে অতর্কিত আক্রমণ করে শরীরের বিভিন্ন জায়্গায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

এদিকে প্রত্যক্ষদর্শী দেলওয়ার হোসেন, পারভীন আক্তার ও চামেলী খাতুন জানান, আমরাও আব্দুল ওয়াদুদ ভাইয়ের প্রতিবেশী, আলামিন হোসেন টাকা চুরি যদি নাই করবে, তাহলে থানার অভিযোগ তুলে নেওয়ার জন্য পুরো পরিবারকে নিয়ে গিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে জোরজবরদস্তি ও মারপিট কেনো করবে?, আমরা চিল্লাপাল্লার আওয়াজ শোনা মাত্রই তাৎক্ষণিক ওখানে গিয়ে আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রী রাশিদা খাতুন এই দুই বুড়া-বুড়িসহ তাদের নাতি ইমন হোসেনকে জখম অবস্থায় দেখে কুমারখালি থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করি।

এ বিষয়ে কুমারখালি থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি, অভিযোগ ও পেয়েছি, তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা