মির্জাপুরে নৌকার মাঝি হতে চান ৮ আওয়ামী লীগ নেতা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৩, ২২:৪০| আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০১:০৬
অ- অ+

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান আওয়ামী লীগের ৮ নেতা। মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, এ আসনের বর্তমান সংসদ সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহামুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেনের ছেলে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মেজর (অব.) ড. খন্দকার আব্দুল হাফিজ, জেলা আওয়ামী লীগ সদস্য ও মধুমতি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই সানি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হংকং শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা সৈয়দ ওয়াহিদ ইকবাল, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডরেশনের সভাপতি আওয়ামী লীগ নেতা খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।

এছাড়াও মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, এবং ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মহেড়া গ্রুপের পরিচালক শিল্পপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২১ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২০৪ জন
শিকাগোতে চলন্ত গাড়ি থেকে জনতার ওপর গুলি, নিহত ৪
২০১৪ ও ১৮ সালে সুষ্ঠু ভোট হলে ক্ষমতা হারাত আ.লীগ: অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা