সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু

খুলনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৩, ১২:৫৭| আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১৩:০২
অ- অ+

সুন্দরবনের দুবলার চরে আজ (শনিবার) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী রাস উৎসব। ঐতিহ্যবাহী রাস পূর্ণিমায় পূজা ও পুণ্যস্নান চলবে সোমবার (২৭ নভেম্বর) পর্যন্ত।

এরই মধ্যে নির্বিঘ্নে উৎসব পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পূজা অর্চনার জন্য নির্মাণ করা হয়েছে অস্থায়ী মন্দির।

এই উৎসবে অংশ নিতে শনিবার ভোর থেকে মোংলার পশুর নদী হয়ে দুবলার চরে যাত্রা শুরু করেছে সনাতন ধর্মাবলম্বীরা।

এদিকে রাস উৎসবের সময় হরিণ শিকারসহ নানা আইনশৃঙ্খলা বিঘ্নের মত অপরাধ ঘটে সুন্দরবনে। তাই সুন্দরবনের সম্পদ রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন প্রহরীদের টহল জোরদার করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মো. নূরুল করিম জানান, শনিবার থেকে ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা’অনুষ্ঠিত হবে। কোনো হয়রানি ছাড়াই সুন্দরবনে প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা।

তীর্থযাত্রীদের নিরাপদে যাতায়াতের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ পাঁচটি পথ নির্ধারণ করেছে।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এফএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দেবে যুক্তরাষ্ট্র: কংগ্রেসম্যান রিচ ম্যাকরমিক
রাজবাড়ীতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
আজ সরকারি অফিস-ব্যাংক-পুঁজিবাজার খোলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা