বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ফুটো করে তেল চুরি, গ্রেপ্তার ৪

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৩, ২০:২০
অ- অ+

উদ্বোধনের ৮ মাসেই দিনাজপুরের চিরিরবন্দরে ভারতের শিলিগুড়িস্থ মার্কেটিং রেল টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত আসা বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপ লাইনে তেল চুরির চেষ্টা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। এ ব্যাপারে চিরিরবন্দর থানা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে।

পার্বতীপুর রিসিপ টার্মিনাল সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৪টা ৫৭ মিনিটে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের রিসিপ টার্মিনাল পার্বতীপুর রাউটারের মাধ্যমে তারা জানতে পারে, পাইপ লাইনের কোথাও পাইপ ফুটো হয়েছে। এরপর এলাকা ঘুরে চিরিরবন্দর উপজেলার চকইসব এলাকায় লাইনে তেলের গন্ধ পায়।

সেখানে মাটি খুঁড়ে এবং ১০ ইঞ্চি পাইপলাইনের মধ্যে ক্লিপ ও চিকন পাইপ লাগিয়ে তেল চুরির চেষ্টা করার দৃশ্য চোখে পড়ে। পরে দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার চকইসব গ্রামে মাটি খনন করার পর পাইপ ফুটো করে চিকন পাইপ লাগিয়ে তেল চুরির চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে সংশিষ্টরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহের লক্ষ্যে চলতি বছরের ১৮ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি ভারত থেকে সরাসরি পাইপ লাইনে তেল আমদানির কার্যক্রমের উদ্বোধন করেন।

(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা