ফরিদপুরে শিশু পরিবার পরিদর্শনে সচিব

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৩, ২২:৪০
অ- অ+

ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন সরকারি শিশু পরিবার পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ।

শনিবার দুপুরে শহরের টেপাখোলায় অবস্থিত শিশু পরিবার পরিদর্শনে আসেন তিনি।

শিশু পরিবারে থাকা শিশুদের ব্লক বাটিক, হস্তশিল্প ও বিউটি পার্লার প্রশিক্ষণ পরিদর্শন করেন সচিব। তাদেরকে স্বাবলম্বী করতে এ সকল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জেলা সমাজসেবা কার্যালয়ের অর্থায়নে তাদের প্রশিক্ষণ দিচ্ছেন বেসরকারি এনজিও সংস্থা ফরিদপুর নারী উন্নয়ন ফোরাম।

পরে তাদের মিলনায়তনে ফরিদপুর ও রাজবাড়ী জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা উপপরিচালক এ এস এম আলী আহসান।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ বিভিন্ন এনজিওর মাঝে ঋণ ও অনুদানের চেক বিতরণ করেন। এর আগে জেলার সকল এনজিও প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
মিরপুরে ট্রাফিক সদস্যদের মাঝে স্যালাইন বিতরণ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা