ভৈরবে যাত্রীবাহী বাসে মিলল দেড় মণ গাঁজা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৩, ১৭:২০
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দেড় মণ গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এসময় মাদক কারবারি সন্দেহে চারজনকে আটক করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহনকারী বাসটিও।

রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডের দূর্জয় মোড় এলাকায় এ তল্লাশি অভিযান চালানো হয়।

আটকৃতরা হলেন- বাস যাত্রী মামুন মিয়া, বাসের চালক হাসানুজ্জামান টগর, চালকের সহযোগী মেরাজ ও সুপারভাইজার মোস্তাকিম।

জানা যায়, সকালে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় ৬০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়।

এ বিষয়ে ভৈরব ক্যাম্পের কমান্ডার মুহাম্মদ জাহিদ হাসান জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছে বলে স্বীকার করেছে।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদেরকে ভৈরব থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

(ঢাকা টাইমস/২৬নভেম্বর/পিএস/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা