যশোরের ৬টি আসনে নৌকার মাঝি হলেন যারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।
রবিবার বিকাল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
মনোনীত প্রার্থীরা হলেন- যশোর-১ আসনে ৫ বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনে প্রথম বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন ডা. তৌহিদুজ্জামান তুহিন, যশোর-৩ আসনে ৩য় বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির নেতা কাজী নাবিল আহমেদ, যশোর-৪ আসনে প্রথম বারের মতো মনোনয়ন পেয়েছেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, যশোর- ৫ আসনে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য দলীয় মনোনয়ন পেয়েছেন। এর আগে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে একবার নির্বাচিত হয়েছিলেন। যশোর-৬ আসনে ২য় বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন শাহীন চাকলাদার।
(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন