মৌলভীবাজারে আ.লীগের নতুন দুই প্রার্থীর বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবন

আব্দুল বাছিত বাচ্চু, মৌলভীবাজার
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৩, ১৩:৩১| আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৩:৪৩
অ- অ+

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের নতুন প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। আর মৌলভীবাজার-৩ (সদর- রাজনগর) আসনে নতুন মুখ অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান। এই দুই প্রার্থীর রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তৃণমুল থেকে উঠে এসে এখন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন মৌলভীবাজারের এই দুই কৃতী সন্তান। তাদের মধ্যে বড় একটা মিল রয়েছে, দুজনই ক্রীড়া সংগঠক ও পৃষ্ঠপোষক। শফিউল আলম চৌধুরী নাদেল বিসিবির পরিচালক। আর মোহাম্মদ জিল্লুর রহমান আবাহনী সমর্থক গোষ্ঠীর চেয়ারম্যান। আছে আরও অনেক গুণ।

শফিউল আলম চৌধুরী নাদেল

স্কুল ছাত্ররাজনীতি থেকে সংসদ নির্বাচন ১৯৮৬-২০২৩ একজন শফিউল আলম চৌধুরী নাদেল। রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল ১৯৮৬ সালে সিলেট শহর স্কুল (বর্তমান সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়) ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে।

এরপর ১৯৮৭ সালে সিলেট এম.সি কলেজ ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন এবং ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত সিলেট জেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্যের দায়িত্ব পালন করেন।

১৯৯৩ সালে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৯৭ সালে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সিলেট মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ২০১২ইং সালে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

ছাত্ররাজনীতির দীর্ঘ সময়ে তিনি এরশাদ বিরোধী আন্দোলন, বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি “সিমিটা’র” বিরুদ্ধে আন্দোলন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মহিলা হলের (জাহানারা ইমাম) নামকরণ নিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পাঁয়তারা প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল সংগঠনকে নিয়ে আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন এবং নেতৃত্বদান করেন। যার ফলে বারবার কারাবন্দি হন তিনি।

সর্বশেষ ২০০৭ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংগ্রাম ও আন্দোলনের অভিযোগে আবারও কারাবরণ করতে হয় তাকে।

রাজনীতি ছাড়াও জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন অঙ্গনে রয়েছে তার সম্পৃক্ততা এবং পারিবারিকভাবেও রয়েছে বেশ সুনাম। শফিউল আলম চৌধুরী নাদেলের আরেকটি বড় পরিচয় হলো, তিনি এ উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল আল্লামা নিজাম উদ্দিন চৌধুরী বিশকুটি (রহ.) এর দৌহিত্র। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল কমিটি’র চেয়ারম্যান, সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক, সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ) ও জাস ইনস্টিটিউটের সভাপতি এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

এছাড়াও তিনি মুসলিম সাহিত্য সংসদ, জেলা শিল্পকলা একাডেমি, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি, ডায়াবেটিক সমিতি’র মত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত আছেন। Mohammad Zillur Rahman, তিনি এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হয়ে সারা জেলায় আলোচিত।

মোহাম্মদ জিল্লুর রহমান

রাজনৈতিক পরিবারের সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের জন্মগ্রহণ করেন। তার পিতা কামারচাক ইউনিয়নের ২ বারের সাবেক চেয়ারম্যান । ভাই রাজনগরের কামারচাক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান। আরেক ভাই জিয়াউর রহমান মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য।

জিল্লুর রহমান ছাত্রলীগের রাজনীতি শুরু করেন ঢাকার মোহাম্মদপুর থেকে। তিনি বাংলাদেশ আওয়ামিলীগের ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য এবং বর্তমানে, অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য।

জিল্লুর রহমান আবাহনী সমর্থক গোষ্ঠীর চেয়ারম্যান, প্রতিভা বিকাশ বাংলাদেশের ভাইস চেয়ারম্যান। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালক। এছাড়া তিনি গোপালগঞ্জ চন্দ্র দিঘলিয়ার রাবেয়া আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য ও রাজনগরের তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির পঞ্চম বারের মতো নির্বাচিত সভাপতি।

শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম ও আব্দুল মছব্বির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

অসংখ্য মন্দির -মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের ডোনার তিনি।

লেখাপড়া:

ডিপ্লোমা ইন কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (সিআইএস)। বিবিএ, এমবিএ।

দীর্ঘ পাঁচ বছর কাজ করেছেন বিশ্ব ব্যাংকের নগর ও পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে।

জিল্লুর রহমান ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তরুণ শিল্পপতি হিসেবে বাংলাদেশ সরকারের স্বীকৃতি পেয়েছেন জিল্লুর রহমান। তার কোম্পানিতে কাজ করে ৪ হাজার ২শ কর্মচারী।

এছাড়াও পরিচালক, স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডে । চেয়ারম্যান, ভিভা ক্রিয়েশন। পরিচালক, বিয়ানীবাজার পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। তিনি স্পনসর করেছেন "নেতা মোদের শেখ মুজিব” 'শিশু দের শেখ মুজিব” । শেখ হাসিনার ভাষণ সমগ্র বইয়ের বইয়ের পৃষ্ঠপোষক ও প্রকাশক।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাগেরহাটের সাবেক এমপি মিলনসহ আওয়ামী লীগের ৯ জন গ্রেপ্তার
‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, খালেদা জিয়ার যে কথা প্রশংসা কুড়িয়েছে
পৃথিবীর একমাত্র প্রাণী যার দুধের রঙ কালো, নাম শুনলে চমকে উঠবেন
ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা