অর্ধকোটি টাকার ভারতীয় কমলা জব্দ করে নিলামে বিক্রি

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৩, ২৩:৪৮
অ- অ+

সুনামগঞ্জের তাহিরপুরে শাহিদাবাদ বর্ডার হাটে ভারত থেকে অবৈধভাবে আসা অর্ধকোটি টাকার বেশি ভারতীয় কমলা জব্দ করে নিলামে বিক্রি করেছেন বিজিবি ও কাষ্টমস কর্মকর্তারা।

বুধবার বিকাল ৪টার পর এসব কমলার বাংলাদেশি ক্রেতারা বৈধ কাগজ দেখাতে না পারায় সন্ধ্যায় প্রকাশ্যে নিলাম দেয়া হয়।

বিজিবি ও কাষ্টম সূত্রে জানা যায়, প্রতি বুধবার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড়ের শাহিদাবাদ ও ভারতের নালিকোটা এলাকা এ বর্ডার হাটে ভারতীয় ব্যবসায়ীরা কমলাসহ বিভিন্ন পণ্য বিক্রির জন্য নিয়ে আসে। হাটে আসা কমলা তারা বাংলাদেশিদের কাছে বিক্রি করে। কিন্তু বিকাল ৪টার পরও হাট থেকে বের করতে না পারায় কমলার মালিক খোঁজেন বিজিবি ও কাষ্টম কর্মকর্তারা। পরে কমলার মালিক পেলেও তাদের কাছে কেনার বৈধ কাগজ দেখাতে না পারায় ১৮ শত ৯০ কেরেট কমলা জব্দ করা হয়। পরে সন্ধ্যায় প্রকাশ্যে নিলামে ৫৬ লাখ ৭০ হাজার টাকায় এসব কমলা বিক্রি করা হয়।

বিজিবি লাউড়েরগড় ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্ডার হাটে যে কোনো অনিয়ম প্রতিরোধে আমরা কঠোর নজরদারির পাশাপাশি সঠিকভাবে দায়িত্ব পালন করছি।

সুনামগঞ্জের রাজস্ব কর্মকর্তা আবুল হোসেন জানান, হাটে আসা ভারতীয় কমলার কোনো বৈধ কাগজ বাংলাদেশি ব্যবসায়ীরা দেখাতে না পারায় জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে। বিক্রয়কৃত টাকা সরকারি কোষাগার জমা দেয়া হবে।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডাকসু নির্বাচন নিয়ে প্রশাসনকে ছাত্রদলের ২৭ প্রস্তাবনা
বাকশাল করতে গিয়ে শেখ মুজিবকে সপরিবারে প্রাণ দিতে হয়েছিল: মামুনুল হক
ঋণের সুদের হার কমাতে চীনকে অনুরোধ করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা