পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১১:৩৬ | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৩, ১১:২৭

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক চলছে। এরই মধ্যে এতে যোগ দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ একাধিক কর্মকর্তার এই বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বৈঠকে যোগ দিতে বেলা ১১টা নাগাদ মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, এতে নির্বাচন, রাজনীতির পাশাপাশি নতুন করে আলোচিত শ্রম অধিকার ইস্যু প্রাধান্য পাবে।

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসানীতি, এরপর বাণিজ্য নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ঘিরে জনমনে আশঙ্কা বিরাজ করছে। এমন সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্প্রতি ১১ দিনের ছুটি শেষে ঢাকায় ফিরেছেন পিটার হাস। এরই মধ্যে বিশ্বে শ্রম অধিকার রক্ষায় নতুন শ্রম নীতিমালা বা দিকনির্দেশনা জানিয়ে ‘মেমোরেন্ডাম’ স্বাক্ষর করেছে হোয়াইট হাউস।

এই ঘোষণার পাশাপাশি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন জানিয়েছেন, যেসব দেশে শ্রম অধিকার ক্ষুণ্ণ হবে সেসব দেশে নতুন বাণিজ্য নীতি বা নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এসআরপি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :