নড়াইল-১ ও ২ আসন: মনোনয়নপত্র জমা দিলেন ১৬ জন

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৩, ১৯:০৩
অ- অ+

নড়াইল-১ ও নড়াইল-২ আসনে মোট ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

নড়াইল-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মিল্টন মোল্যা, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বিএম কবিরুল হক, তৃণমূল বিএনপি মনোনীত শ্যামল চৌধুরী, জাতীয় পার্টি (জেপি) মনোনীত শামিম আরা পারভীন (ইয়াসমীন), স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক, স্বতন্ত্র প্রার্থী সিকদার মো. শাহাদাত হোসেন।

নড়াইল-২ আসনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মাশরাফি বিন মোর্ত্তজা, জাতীয় পার্টি মনোনীত খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, গণফ্রন্ট মনোনীত মো. লতিফুর রহমান, জাকের পার্টি মনোনীত মো. মিজানুর রহমান মিজান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত শেখ হাফিজুর রহমান, ইসলামী ঐক্যজোট (আইওজে) মনোনীত মো. মাহাবুবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. নুর ইসলাম, স্বতন্ত্র সৈয়দ ফয়জুল আমীর লিটু।

(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বাণিজ্য বাধা কমিয়ে আনতে সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্র উপদেষ্টার
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: নওফেল-রেজাউলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা