গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯:০৯ | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রজিম আলী (৩৫) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার রাতে তিনি মারা যান।

নিহত রজিম আলী গোমস্তাপুর উপজেলার পার্বতীপুরের আবুল কালামের ছেলে। বিবাহ সূত্রে তিনি শ্বশুরবাড়ি সীমান্তবর্তী রোকনপুরের নগরপাড়ায় থাকতেন।

সূত্রে জানা যায়, রজিম শনিবার রাতে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যায়।

বিজিবি-১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান ফারুক বলেন, বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের খবর শুনেছি। তবে, নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। স্থানীয়ভাবে নিহতের খবর শুনে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে।

উপজেলার রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান জানান, রাতে রজিমসহ ৫-৬ জন গরু আনতে ভারতে যান। এ সময় ভারতের ভবানীপুর সীমান্তের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রজিম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/পিএস/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :