আওয়ামী লীগ সভাপতিকে রাস্তায় ফেলে মারধর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীকে রাস্তায় ফেলে মারধর করেছে একদল যুবক।
বুধবার বিকালে পৌর শহরের সড়ক বাজারে এ ঘটনা ঘটে। পৌর কাউন্সিলর সুজন মিয়ার নেতৃত্বে এ হামলা হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সভাপতির ছোট ভাই ফারুক মিয়া।
ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে পৌর কাউন্সিলর সুজনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আহত উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীকে (৬৭) পৌর এলাকার রাধানগর গ্রামের বাসিন্দা।
আটক কাউন্সিলর রাধাগরের বণিক পাড়ার বাসিন্দা ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী বলেন, আমি অসুস্থ। এখন কথা বলতে পারব না। পরে কথা বলব।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, পৌর শহরের মসজিদপাড়া থেকে কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির একটি নাশকতার মামলায় তিনি এজহারভুক্ত আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/ইএইচ)

মন্তব্য করুন