নড়াইলে একাধিক মানবপাচার মামলার আসামি গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৩, ২১:৫২
অ- অ+

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি গ্রাম থেকে একাধিক মানবপাচার মামলার প্রধান আসামি মোহাম্মাদ শাকিল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে খুলনার হরিণটানা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামি শাকিল হোসেন চাঁচুড়ি গ্রামের মৃত. ছাব্বির রহমান ওরফে মনু মোল্যার ছেলে।

অভিযোগে জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত রয়েছে। তিনি সংঘবদ্ধ মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। সে গ্রামের সহজ-সরল নিরীহ অসংখ্য নারীসহ বিভিন্ন মানুষদের উচ্চ বেতনে বিদেশ নেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে নগদ টাকা-পয়সা আত্মসাৎ করে ভারত, মধ্যপ্রাচ্য ইউরোপের বিভিন্ন দেশের বিক্রি করে দেয়। তার বিরুদ্ধে একাধিক মানব পাচারের মামলা চলমান রয়েছে।

প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা হরিণটানা থানার এস.আই রফিকুল ইসলাম রফিক বলেন, বুধবার দিবাগত রাতে হরিণটানা থানায় দায়েরকৃত একটি মানবপাচার মামলার প্রধান আসামি মোহাম্মাদ শাকিল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেযর আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা