মহাখালীর পেট্রল পাম্পের আগুনে একজনের মৃত্যু

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৩, ২২:১৬

রাজধানীর মহাখালীতে রয়েল পেট্রল পাম্পে লাগা আগুনের ঘটনায় প্রকৌশলী খায়ের গাজী (৪৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেনবৃহস্পতিবার বিকালে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিকাল সাড়ে ৫টায় মারা যান তিনি

শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খায়ের গাজীর শরীরের ১৫ শতাংশ বার্নসহ বিভিন্ন ইনজুরি ছিল তিনি আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় মারা যান

রয়েল পেট্রল পাম্পের ম্যানেজার কামরুল হাসান জানান, ‘খায়ের গাজী এবিএন সিএনজি স্টেশনে কর্মরত ছিলেন বুধবার রাতে ঘটনার সময় পাম্পে আগুন দেখে সহযোগিতা করার উদ্দেশ্যে গ্যাসের লাইন বন্ধ করতে গিয়ে আহত হয়েছিলেন

মৃতের গ্রামের বাড়ি চাদপুর সদর উপজেলায় তিনি আফাজ উদ্দিন গাজীর ছেলে তারা মিরপুরের কল্যানপুরে পরিবার নিয়ে বসবাস করতেন।

রাজধানী ঢাকার মহাখালীতে রয়েল পেট্রল পাম্পে লাগা আগুনে আটজন দগ্ধ হয়েছিলেন বুধবার তাদেরকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে পাঠানো হয়েছিল দগ্ধরা কেউই শঙ্কামুক্ত ছিলেন না বলে জানিয়েছিলেন বার্ণ ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/টিএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :